আহত সাইফুল নেতার বাড়িতে দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫২ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪

সন্ত্রাসী হামলায় আহত কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম কে তার বাড়িতে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি। তিনি শুক্রবার সাইফুলের শহীদবাগ ইউনিয়নের গ্রামের বাড়িতে যান এবং তার শয্যা পাশে বসে শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। মন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক ভাবে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। এসময় মন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাইফুল কে পুনরায় দেখানোর পরামর্শ দেন। ডাক্তার যদি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন তা হলে তিনি সাইফুল ইসলাম সেলিম কে সাথে নিয়ে ঢাকায় যাবেন। বাণিজ্যমন্ত্রী এসময় মোবাইল ফোনে সেলিমের চিকিৎসার ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের সাথে কথাও বলেন। 

উল্লেখ যে গত ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে যাওয়ার সময় শহীদবাগ বাজারের নিকট দূর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম গুরুত্বর আহত হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে দু'দিন আগে বাড়িতে আসেন। বাণিজ্যমন্ত্রী দুদিনের সফরে শুক্রবার রংপুরে এসে সকালে সাইফুল ইসলাম সেলিমের বাড়িতে যান। এসময় পরিবারের সদস্য ও তার ব্যক্তিগত সহকারী তুহিন চৌধুরী সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত