আসামে বন্যা, ক্ষতিগ্রস্ত প্রায় ২ লাখ মানুষ ও নিহত ১৫
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ১৩:১১ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২২
উজানে অবিরাম বৃষ্টিপাতে আসামে নদনদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এ রাজ্যটির এক লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতির মুখে পড়েছেন।
এর মধ্যে নতুন করে আরেকজনের মৃত্যু হওয়ায় আসামে এবারের বন্যায় মৃত্যুর সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে।
উজান থেকে নেমে আসা ঢলের কারণে রাজ্যটির অধিকাংশ নদনদীতে পানি বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন এলাকায় বহু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে বলে সরকারি বুলেটিনে বলা হয়েছে।
ব্রহ্মপুত্র নদীতে পানি বৃদ্ধি পেতে থাকায় গুয়াহাটি ও জোড়হাটের নেমাটিঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, শিবসাগর জেলার ডেমৌ থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এতে চলতি বছরের বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
বর্তমানে রাজ্যটির ১৭ জেলা বন্যাকবলিত। এসব জেলার ১৯০৬৭৫ জন মানুষ বন্যার কারণে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লখিমপুর ও ধেমাজি জেলার প্রায় ৯০ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছেন।
দুটি ত্রাণ শিবিরে মোট ৪২৭ জন আশ্রয় নিয়েছেন আর ৪৫টি ত্রাণকেন্দ্র থেকে বন্যার্তদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
এএসডিএমএ জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ দুর্যোগপূর্ণ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে।
রাজ্যের প্রধান নদ ব্রহ্মপুত্রের পানি ডিব্রুগড়, ধুবরি, তেজপুর ও জোড়হাটের নেমাটিঘাট এলাকায় বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এর পাশাপাশি বেকি, জিয়া-ভরালি, ডিসাং, ডিখৌ ও সুবানসিড়ি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
বন্যায় ৮০৮৬.৪০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। পাশাপাশি সড়ক, বৈদ্যুতিক খুঁটি, স্কুল ও অন্যান্য অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত