আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করল ইসরায়েল
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৩১
ইসরায়েলি দখলদার বাহিনী মঙ্গলবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছে বলে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।
ইসলামিক এনডাউমেন্টস বিভাগ বলেছে, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেলে হঠাৎ করে এর সমস্ত গেট বন্ধ করে দেওয়ার পরে ফিলিস্তিনিদের মুসলিম পবিত্র স্থানে প্রবেশ করতে নিষেধ করেছে।
বিভাগটি আরও বলেছে, ইসরায়েলি পুলিশ সকাল থেকে আল-আকসা মসজিদে উপাসকদের প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, শুধু বয়স্কদের ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
কয়েক মাসের মধ্যে এই প্রথম আল-আকসা সম্পূর্ণভাবে মুসলমানদের জন্য বন্ধ করা হলো।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত