আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ, সৌদি আরবের নিন্দা

প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ১০:১৪ | আপডেট : ১৪ মে ২০২৫, ০৯:২৬

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ইহুদি দর্শনার্থীদের প্রবেশের ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে গত কয়েক দিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলারও নিন্দা জানিয়েছে দেশটি।
সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ইহুদি দর্শনার্থীদের প্রবেশের সুযোগ দেয় ইসরায়েল সরকার। এতে প্রতিবাদে ফেটে পড়েন ক্ষুব্ধ ফিলিস্তিনিরা।
এ ঘটনার নিন্দা জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে সহিংসতা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীলতার পরিচয় দিতে আহ্বান জানিয়েছে রিয়াদ।
_1653984417.gif)
এছাড়াও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে দীর্ঘস্থায়ী সংঘাত বন্ধে পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানিয়েছে সৌদি আরব। সূত্র: আরব নিউজ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত