আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় ভালো আছি এখন: মাশরাফি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৮ মে ২০২২, ১১:৫৩ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯

ইনজুরির কারণে মাশরাফি বিন মর্তুজার হাসপাতালে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে এবার খেলার মাঠের ইনজুরি নয়, রবিবার ঘরে বসেই আহত হন মাশরাফি, তার পায়ে এবার পড়েছে ২৭ সেলাই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এখন বাসায় আছেন এই সাবেক টাইগার অধিনায়ক।

২৭ সেলাইয়ের খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ম্যাশ ভক্তরা। সেই ঘটনা আঁচ করতে পেরেই হাসপাতাল থেকে বাসায় ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক পোস্টে নড়াইল এক্সপ্রেস জানিয়েছেন, ‘নিশ্চই মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় ভালো আছি এখন। চিন্তা করার মতো গুরুতর অবস্থায় আপাতত নেই ইনশাল্লাহ। কিছু দিন বেড রেস্ট এ থাকতে হবে। অনেকেই ম্যাসেজ দিয়েছেন, ফোন করে জানতে চেয়েছেন, আপনাদের সবাইকে জানাতে পারিনি বলে দুঃখিত। সবাই দোয়া করবেন,ইনশাল্লাহ। আল্লাহ'র কাজ সব ভালো।’

কোমরের চোট নিয়েই গত মাসে মাশরাফি শেষ করেছেন ঢাকা প্রিমিয়ার লিগের আসর। এ মৌসুমেও ম্যাশ নিয়েছেন ২০টি উইকেট।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত