আর কত দূর - রফিকুল ইসলাম
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:৪২
আর কত দূর
✍️ রফিকুল ইসলাম
আর কত দূরে বলো
'সুখ'দের বাড়ি?
কত দূরে গেলে যায়
বেদনারা ছাড়ি?
যে আশার প্রান্তরে
ধূ ধূ বালুচর?
সেখানে সকলই মায়া
মিছে খেলাঘর।
বিধাতা কি হেঁয়ালিতে
শুধু খেলে যান?
নিরীহকে কাঁদিয়েই
বুঝি মজা পান!
তাই ভাবি কত দূরে
স্বর্গের পথ,
বিশ্বাস, ভালোবাসা
সোনালি শপথ?
লেখক : প্রধান শিক্ষক
হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত