আর্মেনিয়া-আজারবাইজানে ফের রাতভর সংঘর্ষ, শতাধীক সেনা নিহত
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:০৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩
বিরোধপূর্ণ ভূখণ্ড নিয়ে ফের সংঘর্ষে জাড়িয়েছে দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। সোমবার (১২ সেপ্টম্বর) রাতভর হওয়া সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের ৪৯ জন আর্মেনিয়ার এবং ৫০ জন আজারবাইজানের।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, আজারবাইজানের সঙ্গে সোমবার রাতভর সংঘর্ষে তার দেশের ৪৯ জন সেনাসদস্য নিহত হয়েছে। এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর সংঘর্ষে তাদের ৫০ জন সেনাসদস্য নিহত হয়েছে।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার সরকার রাশিয়ার সঙ্গে একটি সহযোগিতা চুক্তির আহ্বান করবে এবং রুশ নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লক কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন প্রতি আবেদন জানাবে, পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছেও আবেদন জানাবে।
এদিকে এ সংঘাত থামাতে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও অবিলম্বে সহিংসতা থামানোর জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে এক দশক ধরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধ চলছে। ওই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের মধ্যে অবস্থিত, কিন্তু ১৯৯৪ সালে সেখানে একটি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধে অঞ্চলটি আর্মেনিয়া সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।
সবশেষ ২০২০ সালের লড়াইয়ে আজারবাইজান এসব অঞ্চল পুনরুদ্ধার করে। সে সময় রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় দেশ দু'টি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত