আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১০:১৭ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩২
কাতার বিশ্বকাপের তৃতীয় দিনে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে লড়বে তারা। আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচসহ ফুটবল বিশ্বকাপে আজ (২২ নভেম্বর) রয়েছে চারটি ম্যাচ।
আর্জেন্টিনা ছাড়াও এদিন মাঠে নামবে শিরোপা প্রত্যাশী ফ্রান্সও। দিনের শেষ ম্যাচে দলটি লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইনজুরি জর্জিত ফ্রান্স অজিদের বিপক্ষে পূর্ণ পয়েন্ট সংগ্রহ করতে পারে কিনা সেটিই দেখার বিষয়।
বিশ্বকাপ ফুটবল
আর্জেন্টিনা-সৌদি আরব
বিকেল ৪টা, সরাসরি
বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস
ডেনমার্ক-তিউনিসিয়া
সন্ধ্যা ৭টা, সরাসরি
বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস
মেক্সিকো-পোল্যান্ড
রাত ১০টা, সরাসরি
বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস
ফ্রান্স-অস্ট্রেলিয়া
রাত ১টা, সরাসরি
বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস
কাবাডি
ভিবো প্রো কাবাডি
ইউ মুম্বা-তামিল থালাইভাস
রাত ৮টা, সরাসরি
স্টার স্পোর্টস ২
তেলুগু টাইটানস-পাটনা পাইরেটস
রাত ৯টা, সরাসরি
স্টার স্পোর্টস ২
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত