আর্জেন্টিনার বিশাল জয়
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ০৭:৫৫ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৩২
বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে হোঁচট খাওয়ার পর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে জয়ে ফিরল আর্জেন্টিনা। সোমবার (১১ অক্টোবর) ভোরের ম্যাচটিতে সফরকারীদের ৩-০ ব্যবধানে হারাল মেসিবাহিনী।
প্রথমার্থে লিওনেল মেসির গোলের খাতা খোলার পর স্কোরলাইন দ্বিগুণ করেন রদ্রিগো দি পল। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান লাওতারো মার্তিনেজ।
এস্তাদিও মনুমেন্তালে ম্যাচের শুরু থেকেই উরুগুয়েকে কোণঠাসা করে রেখেছিল আর্জেন্টিনা। যদিও সুযোগ পেয়ে ভয়ঙ্কর কিছু আক্রমণ করে বসে সফরকারীরা। তবে আলবেসিলেস্তাদের গোলপোস্টে দেয়াল হয়ে ছিলেন ইমিলিয়ানো মার্তিনেজ। সপ্তম মিনিটে লুইস সুয়ারেজের দারুণ শট ঝাপিয়ে ঠেকান অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। ২২তম মিনিটে আবারও অ্যাতলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডের দুর্দান্ত শট রক্ষা করেন মার্তিনেজ।
২৬তম মিনিটে সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। ৩৪তম মিনিটে মেসির দেওয়া দারুণ এক পাস পেয়ে বল নিয়ে ডি বক্সে প্রবেশ করে লো সেলসো। তবে দুর্ভাগ্যবশত গোলপোস্টের বারে লেগে ফিরে আসে বলটি।
৭৬ শতাংশ বল দখলে রেখে ৩৮তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লাওতারোকে উদ্দেশ্য করে দূরপাল্লার শট নেন মেসি। ইন্টার মিলান ফরোয়ার্ড বল টাচ করতে না পারলেও ঠিকই জাল খুঁজে নেয় বলটি।
৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দি পল। বক্সের কাছাকাছি থেকে লাওতারোকে বল বাড়ান মেসি। হাফ ভলিতে গোল করার চেষ্টায় তিনি ব্যর্থ হলেও ডিফেন্ডারের পায়ে লেগে আসা বল ফিরতি শটে জালে ভেড়ান অ্যাতলেতিকো মাদ্রিদের এই মিডফিল্ডার। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিওনেল স্কালোনির শিষ্যরা।
বিরতির পর খেলতে নেমে আগের মতো উরুগুয়েকে চেপে ধরে আলবেসিলেস্তারা। ৬২তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান লাওতারো। মেসির পাস পেয়ে ইন্টার মিলান ফরোয়ার্ডকে বল বাড়ান ডি পল। সুযোগ কাজে লাগিয়ে উরুগুয়ের জাল খুঁজে নেন তিনি। পরবর্তীতে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত