আরো এক ট্রেনের টিকিট কালোবাজারী গ্রেপ্তার
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১৯:০৫ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭
আদমীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে অনলাইনে ট্রেনের টিকিট কিনে কালোবাজারী করে বেশি দামে বিক্রির সময় এক কালোবাজারীকে রেলওয়ে পুলিশ গ্রেপ্তার করলেও আব্দুস সালাম নামের আরেক কালোবাজারী পালিয়ে যায়। পুলিশ পলাতক আব্দুস সালাম(৫০)কে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম সান্তাহার চা-বাগান এলাকার মৃত জনাব আলীর ছেলে।
জানাগেছে,অনলাইনে ট্রেনের টিকিট কিনে কালোবাজারী করে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বরিবার রাতে অভিযান চালিয়ে সান্তাহার চা-বাগান এলাকার নুর ইসলামের ছেলে সুমন হোসেনকে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৫টি টিকিট সহ গ্রেপ্তার করে। এসময় আরেক টিকিট কালোবাজারী আব্দুল সালাম পালিয়ে যায়। পলাতক টিকিট কালোবাজারী আব্দুস সালামকে সোমবার রাতে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান,গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে মঙ্গলবার দুপুরে আদালতে গ্রেরন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত