আরব আমিরাতের বিপক্ষে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১১:৩৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮

গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র ৪ দিন। ফুটবলের বৈশ্বিক আসর উপলক্ষ্যে অংশগ্রহণকারী দলগুলি এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। তারই অংশ হিসেবে বিশ্বকাপের মহাযজ্ঞে নামার আগে শেষবার মাঠে নামছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ও অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। 

বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় মোহাম্মদ বিন জায়েদ স্টোডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখাবে দুবাই স্পোর্টস ১।

২০১৯ সালের কোপা আমেরিকার পর থেকে দুর্দান্ত ফর্মে আছে মেসির আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে জ্যামাইকাকে উড়িয়ে দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সবচেয়ে বেশি ৩৫টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজেয় থাকার কীর্তি গড়ে মেসিরা। এবার, মধ্যপ্রাচ্যের দেশটি বিপক্ষে হার এড়াতে পারলে নেইমারদের কীর্তি ও ছাড়িয়ে যাবে আকাশী-নীলরা। 

বিশ্বফুটবলে সর্বকালের সর্বোচ্চ ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি এখনো ইতালির দখলে। চলতি বিশ্বকাপের গ্রুপপর্বেই আর্জেন্টিনার সামনে বড় সুযোগ আছে বড় এই কীর্তিটি ছাড়িয়ে যাওয়ার। 

বিশ্বকাপের আগে স্বপ্নের মতো সময় কাটছে মেসিদের। নিজেদের সবশেষ ৪টি ম্যচেই জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে, নিজেদের সবশেষ ৪ ম্যচেই হেরেছে ফিফা র‍্যাংকিংয়ের ৭০ নম্বরে থাকা দল আরব আমিরাত।

আরব আমিরাত চ্যালেঞ্জ মোকাবিলা করে মেসিরা কাতার বিশ্বকাপ খেলতে যাবে। এবার বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে ‘সি’ গ্রুপে। যেখানে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষরা হচ্ছে মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ড। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে মেসিদের বিশ্বকাপ পুনরুদ্ধারের অভিযান শুরু হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত