আমেরিকায় বাবা-মা'র কাছে ফিরে যাওয়া হলো না কাউনিয়ার রাহফুল বিল্লাহ স্বাক্ষরের
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ১৮:০২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১
আমেরিকায় ফিরে যাওয়া আর হলো না রাহফুল বিল্লাহ স্বাক্ষরের। তার আগেই মোটরসাইকেল দূর্ঘটনায় সে মারা যায়। স্বাক্ষর বাবা-মা'র সাথে আমেরিকায় বসবাস করতো। বড় ভাইয়ের সাথে সে গত অক্টোবর মাসে গ্রামের বাড়ি কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার খান বাড়িতে বেড়াতে এসে রবিবার সন্ধ্যায় মোটরসাইকেল দূর্ঘটনায় মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ পৌর সভার সারাই গ্রামের আমেরিকা প্রবাসী মোঃ আব্দুল হামিদ খান বাবু'র ২য় পুত্র রাহফুল বিল্লাহ স্বাক্ষর (১৭) সে বড় ভাইয়ের সাথে গত অক্টোবর মাসে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। রবিবার সন্ধ্যার আগে ৩ বন্ধু আলাদা আলাদা ৩টি মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করে রংপুর শহর অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নিমিষেই শোকের ছায়া নেমে আসে। বড় ভাই নাহফুল বিল্লাহ শান্ত জানায় গ্রামের বাড়িতে শীতকালীন ছুটি কাটিয়ে আগামী ২২ ডিসেম্বর আবারও আমেরিকায় পিতা-মাতার কাছে ফিরে যাওয়ার কথা ছিল দুই ভাইয়ের। কিন্তু ছোট ভাই রাহফুল বিল্লাহ স্বাক্ষর কে আর সাথে নিয়ে আমেরিকায় যাওয়া হলোনা বড় ভাই শান্তর। বাবা-মা আমেরিকা থেকে আসার পর স্বাক্ষরের জানাযা শেষে গ্রামের বাড়িতে দাফন কাজ সম্পন্ন করা হবে বলে জানাগেছে। হারাগাছ মেট্রো থানার পরিদর্শক (ওসি) মমিনুল ইসলাম মোটরসাইকেল দূর্ঘটনায় স্বাক্ষরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত