নন্দীগ্রামে বাক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আসামি গ্রেপ্তার 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৫২

বগুড়ার নন্দীগ্রামে এক বাক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের এক বাক প্রতিবন্ধী তরুণীকে একই গ্রামের মখদুম আলী খন্দকারের ছেলে জুয়েল হোসেন (৪০) কর্তৃক ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠে। ভিকটিম বাক প্রতিবন্ধী হওয়ার কারণে ঘটনাটি তাৎক্ষণিকভাবে পরিবারকে জানাতে সক্ষম হননি। পরবর্তীতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ভিকটিম বিভিন্ন ইশারা, আচরণ ও অঙ্গভঙ্গির মাধ্যমে পরিবারের সদস্যদের তার সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাটি বুঝাতে সক্ষম হন। 

ঘটনাটি নিশ্চিত হওয়ার পর ওই বাক প্রতিবন্ধী তরুণীর পরিবারের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এ মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি জুয়েল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসী দোষী ব্যক্তির দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত