আমেরিকায় টর্নেডোর তাণ্ডব, নিহত ৬

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১৩:৪২ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড ন্যাশভিল এলাকা। ছবি: এক্স

আমেরিকার দক্ষিণ–পূর্বাঞ্চলের রাজ্য টেনেসিতে টর্নেডোর আঘাতে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ২৩ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার টেনেসি অঙ্গরাজ্যজুড়ে টর্নেডো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর ফলে অনেক বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় এক লাখ মানুষ। এ ছাড়া ৬ জন মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের উত্তর উপকূলের বাসিন্দা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যাশভিলের জরুরি ব্যবস্থাপনা বিভাগের শেয়ার করা ছবিতে ভেঙে পড়া গাছ এবং ভাঙা ঘর দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নেসবিট লেন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ভাগ্যজনকভাবে টর্নেডোর আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া রাজ্যের উত্তরাঞ্চলের ক্লার্কসভিলে টর্নেডো আঘাত হানে। সেখানেও প্রাণহানি ঘটে। মন্টগোমারি কাউন্টি সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করতে পারি যে, তিনজন মারা গেছে। এর মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে।’ এ ছাড়া ২৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলেও বিবৃতিতে জানানো হয়। 

আমেরিকার বিদ্যুৎবিভ্রাট ট্র্যাকিং সাইটের তথ্যমতে, টর্নেডোর আঘাতে রাজ্যজুড়ে ৮৬ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

কাআ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত