আমেরিকার সঙ্গে আপস হয়ে গেছে, ইলেকশন নিয়ে আর কোনো চিন্তা নাই: কাদের
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৩, ১৯:৩৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১
আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দিল্লি কিংবা আমেরিকারসহ সবার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারও সঙ্গে শত্রুতা নেই।ইলেকশন নিয়ে আর কোনো চিন্তা নাই।”
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন পথ হারিয়ে দিশেহারা। দুই সেলফিতেই বাজিমাত। এক সেলফি দিল্লি আরেক সেলফি নিউইয়র্কে। কোথায় স্যাংশন, কোথায় ভিসা নীতি। তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে, আমেরিকারও দিল্লির দরকার। দিল্লি আছে, আমরাও আছি। শত্রুতা কারও সঙ্গে নাই, সবার সঙ্গে বন্ধুত্ব।
তিনি বলেন, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতির পরোয়া করে না, বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবেই হবে। শেখ হাসিনা এমন ভারসাম্য করেছেন, আর কোনো চিন্তা নাই। নির্বাচন যথাসময়ে হবে, খেলা হবে। অক্টোবর থেকে শুরু। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। বিএনপি এখন ফাউল করতেছে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড। তারা আন্দোলনের হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া ছাড়া ইলেকশনে না যাওয়ার হুমকি বিএনপি আর কত দেবে? বিএনপি খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না, এ কথা একেবারেই মিথ্যা। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য একটি আন্দোলনও করতে পারলেন না।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশের সম্পদ চুরি, লুটপাট, ষড়যন্ত্র সন্ত্রাস করবে। গণতন্ত্রকেও গিলে খাবে। আবারও এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। তাদের নেতা কাপুরুষের মতো লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে কেন, সাহস থাকলে ঢাকায় আসুক।
দেশের মানুষ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, যে দলে দুর্নীতির দুর্গন্ধ আছে, মানুষ সে দল চায় না।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘অক্টোবরে নাকি সরকারের পতন করবে? কোন অক্টোবর? অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে কিছুই হবে না। বাংলার জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। যে দলে দুর্নীতির দুর্গন্ধ আছে, মানুষ সে দল চায় না।
‘বিএনপি হাঁটুভাঙা দল, কোমরভাঙা দল। শক্ত হয়ে দাঁড়ান। কৌশল ভালোভাবে চিনে নেন। খেলা হবে। সাংঘাতিক খেলা হবে।-বলেন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীকে ২০ বার হত্যার ষড়যন্ত্র হয়েছে। বেগম জিয়াকে কেউ কী একবারও হত্যা করতে গিয়েছে? হত্যা চেষ্টা হয়েছে? আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না। কিন্তু আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়।
সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে গিয়ে শেখ হাসিনার রাতের ঘুম হারাম হয়ে গেছে৷ মানুষ যাতে ভালো থাকে, জিনিসপত্রের দাম যাতে কমে সেজন্য শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। কত হুমকি। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। ডিসেম্বরের আন্দোলন গরুর হাটে। আন্দোলন আছে? কোথায় যাবেন? নির্বাচন ছাড়া বাংলাদেশের জনগণ আর কিছুই চায় না।
যুক্তরাষ্ট্রের একটি সংস্থার সমীক্ষায় উদাহরণ টেনে ওবায়দুল কাদের বলেন, এই মুহুর্তে ভোট হলে শতকরা ৭০ জন শেখ হাসিনাকে ভোট দেবে৷
সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন পর্যন্ত জিনিসপত্রের দাম কমে যাবে৷ দাম মানুষের ক্রমক্ষমতার মধ্যে চলে আসবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত