আমি অনুরোধ করছি, গুজব ছড়ানো বন্ধ রাখুন- বাবা ভাল আছেন: অমর্ত্য কন্যা নন্দনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১৯:০০ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:১৫

অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেন মারা গেছেন- ঠিক এমন গুজব ছড়িয়ে পড়েছে বাংলাদেশসহ ভারতীয় সংবাদমাধ্যমে। এরই প্রেক্ষিতে আনন্দবাজার অনলাইনকে অমর্ত্য সেন কন্যা নন্দনা জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত বাবার সঙ্গেই কাটিয়েছেন তিনি।

নন্দনা সেন বলেন, ‘আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তার সঙ্গেই ছিলাম।’

মঙ্গলবার সন্ধ্যার আগে আচমকাই ছড়িয়ে পড়ে, অমর্ত্য সেন প্রয়াত। সেই খবরের ‘সূত্র’ ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ (পূর্বে টুইটার) হ্যান্ডল থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’

এই প্রকাশ্য বিবৃতিটি সর্বত্র ছড়িয়ে পড়ে। তা দেখেই আনন্দবাজার অনলাইন সরাসরি যোগাযোগ করে নন্দনার সঙ্গে। নন্দনা সঙ্গে সঙ্গেই জানান, অমর্ত্য ভাল রয়েছেন। তিনি বস্টনে রয়েছেন। নন্দনা রয়েছেন নিউ ইয়র্কে।

নন্দনা বলেন, ‘এই গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম। তার সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সু্স্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন।’

তার পরেই প্রশ্ন ওঠে, কেন হঠাৎ অমর্ত্যের মৃত্যু নিয়ে এই পোস্ট করলেন সদ্য নোবেলজয়ী ক্লডিয়া? তার প্রথম পোস্টের ৪৫ মিনিট পর ফের দ্বিতীয় একটি পোস্ট করা হয় এক্স হ্যান্ডলে। সেখানে লেখা হয়, ‘এই অ্যাকাউন্টটি ভুয়ো। ইটালিয়ান সাংবাদিক টোমাসো ডেবেনেডেট্টি এই অ্যাকাউন্টটি তৈরি করেছেন।’

যদিও ততক্ষণে ক্লডিয়ার পোস্টের উপর ভিত্তি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে অমর্ত্যের মৃত্যুর খবর প্রকাশিত হতে শুরু করে।

এক্স হ্যান্ডলে অমর্ত্যের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, আপনার জীবন এবং কাজ চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। কয়েক মিনিটের পরেই সেই পোস্ট ডিলিট করে দেন সুকান্ত।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত