আমার জন্ম সময়টা 

  অনিল সেন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১৪:৪৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮

আমার জন্ম সময়টা

           অনিল সেন

 

কখনই কবি হবার জন্য লিখতে ইচ্ছা হয় না
কবির বিচারে আমার পক্তিগুলো হয়তো
ছূড়ে ফেলা যাবে সহজেই, কিন্তু 
জন্মদাগগুলোকে মুছে ফেলা যায় না।

হিজিবিজি অক্ষর লিখে দেয় বিবর্ণ চেহারা 
নতুনের সন্ধানে ভেসে আসে সান্নিধ্য 
উরনচন্ডির মতো তাড়িয়ে বেড়ায় বোধ
বেঁচে থাকার অহেতুক আকাঙ্ক্ষা 
পক্তিতে লেখা থাকে সীমাহীন অনুগ্রহ ।

আমার জন্ম সময়টা অতুলনীয় ভাবুক
নির্লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে মূলে বসা পাখিটা
আমাকে সে মর্মান্তিক নষ্ট থেকে বাঁচিয়ে রাখে ।

সে কথা শুনতে আমার হৃদয় কাঁদে 
যে কথা ভরা থাকে অন্তরে অন্তরে।

ভাবনার গভীরে যে ভাবনা ভাবায়
মুক্ত হবার বাসনায় স্তব্ধ দুহাত বাড়ায়
আপনা হতে ভিক্ষার দুয়ার খুলে যায়।

অসাধারণ নয় সাধারণের মধ্যে সাধারণ
পিঁপড়ার দেহে হেঁটে বেড়ায় অফুরন্ত পথ
আমার কবিতা হয়তো তারই মতো।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত