আমাদের কপাল খারাপ, যখন দরকার তখন সাকিবকে পাই না: পাপন
প্রকাশ: ১১ মে ২০২২, ১৪:৪৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩১
যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলবার সকালেই দেশে ফেরেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজের প্রটোকল অনুযায়ী তার দুটি করোনা পরীক্ষা করানো হয়। এন্টিজেন এবং পিসিআর উভয় পরীক্ষাতেই তিনি 'পজিটিভ' হয়েছেন। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।
বুধবার (১১ মে) জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় সাকিবের ছিটকে যাওয়া প্রসঙ্গে বলেন, 'একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা। কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয়, তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।'
সাকিব এখন সুস্থ আছেন বলে জানিয়ে নাজমুল হাসান আরও বলেন, 'কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। আমরা কয়েকদিন পর আবার টেস্ট করব। আমাদের প্রটোকল আছে সেটা অনুযায়ীই করা হবে। আমরা চাচ্ছি ও ভালো হয়ে যাক। ও না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা।'
উল্লেখ্য, কদিন আগেই নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিব আল হাসানকে নিয়ে তারা অনিশ্চয়তায় ভোগেন। এর রেশ না কাটতেই বাঁহাতি অলরাউন্ডার করোনায় আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দল থেকে ছিটকে গেলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত