আমরা পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই   

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৯:০৪ |  আপডেট  : ৪ মে ২০২৫, ১৪:২৪

আমরা আর রংপুর –দিনাজপুর গিয়ে মরতে চাইনা। আমরা পঞ্চগড়ে মেডিকেল কলেজ চাই ‘এটা আমাদের দাবী। নাহলে বৃহত্তর কর্মসূচি দিবো। এমন ম্লোগানে শ্লোাগানে মুখরিত হয়ে ওঠে পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্র গোল চত্বর।চীনের অর্থায়নে দেশের উত্তরবঙ্গের নীলফামারীতে বিশ্বমানের মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের সংবাদ বিভিন্ন গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পঞ্চগড়ের মানুষের মাঝে অসন্তোষ জেগে ওঠে।এ নিয়ে পঞ্চগড় জেলাবাসির ব্যাণারে বুধবার (১৬এপ্রিল) সকালে শহরের প্রানকেন্দ্র গোল চত্বরে এক বিশাল সামাবেশ অনুষ্ঠিত হয়। সকালে জেলা জজ কোর্টের সামন থেকে একটি বিশাল মিছিল এখানে এসে জমায়েত হয়।

বক্তরা বলেন, বিগত ২০২৩ সালে বিশ্বমানের মেডিকেল কলেজ নির্মাণে চীনের উদ্যোগে পঞ্চগড় শহরের পাশে বাংলাবান্ধা- ঢাকা সড়কের পাশে জমি নিয়ে সেখানে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ‘ এবং চীনের রাষ্টদ্রুত ও তৎকালিন সরকারের বানিজ্যমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী মহলের নেতৃবৃন্দ ঘোঘানা দিয়ে যান যে, অতিসত্বর এই মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মিত হবে। অথচ ভারতের চাপে তা স্বৈরাচরি সরকার করেনি। এখনো ভিত্তিপ্রস্তর সহ জমিটিতে বাউন্ডারী দেওয়া আছে। অথচ এটাকে বাদি দয়ে কিভাবে চীনের  মেডিকেল কলেজ ও হাসপাতাল অন্যত্র হয়। এটি আমরা মানি না।

বক্তারা বলেন , এখানে কোন আধুনিক বা উন্নত চিকিৎসা নেই । আমাদের মা-বোন ভাই ও আতœীয় স্বজনদের রংপুর-দিনাজুপর নিতে হয়। এতে অনেক সময় রাস্তায় রোগিরা মৃত্যু বরণ করে। যদি আমাদের এ দাবি মানা না হয় প্রয়োজনে বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে। প্রয়োজনে আমরা প্রধানউপদেষ্টার নিকট যাবো। আমরা আর বৈষম্যের শিকার হতে চাইনা। আমরা পঞ্চগড় বাসি এখনো বৈষম্যের শিকাার।

এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা জমায়াতের আমীর ইবকবাল হোসাইন ,পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম   সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সংগঠক অ্যাডভোকেট আহসান হাবীব, , ইসলামী আন্দোলনের সহসভাপতি ও  সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের সাধারন সম্পাদক ক্বারি মোঃ আব্দুল্লাহ  জেলা ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার আলী, বাংলাদেশ জাসদ জেলা শাখার যন্ম সাধারন সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, ইসলামী আন্দোলনের জেলা  শাখার সভাপতি আব্দুল হাই প্রমূখ। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত