আমদীঘিতে ৪ হাজার ৬০ কৃষক পেলেন বিনামুল্যে প্রণোদনার বীজ ও সার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১৭:৫০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:০৮

বগুড়ার আদমদীঘি উপজেলার ৪ হাজার ৬০ জন কৃষি উপকার ভোগি কার্ডধারী কৃষক কৃষাণী পেলেন রবি মৌসুমের বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার। 

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অধিদপ্তর চত্বরে এ বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির আহমেদ, সহকারি কৃষি কর্মকর্তা দিপ্তী রাণী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার ফারিহা তিলাত, পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান প্রমূখ।

উল্লেখ্য: আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ৬০জন কৃষক কৃষাণীদের মাঝে গম, ভুট্রা, সরিষা শীতকালিন পেঁয়াজ, মুগ. মসুর. খেসারী ডাল বীজ ও সার প্রদান করা হয়। এরমধ্যে ১১০ জনকে ২০ কেজি করে গমবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১৫০জনকে ২ কেজি করে ভুট্রাবীজ ও ৩০ কেজি সার , তিনহাজার ৭শ জনকে ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি সার, ২০জনকে ১ কেজি করে শীতকালিন পেঁয়াজ বীজ ও ২০ কেজি সার, ১০ জনকে ৫ কেজি করে মুখ ডালবীজ ও ১৫ কেজি সার, ৬০জনকে ৫ কেজি মসুর ডালবীজ ও ১৫ কেজি সার এবং ১০জনকে ৮ কেজি করে খেসারী ডাল বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিনামুল্যে প্রদান হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত