আবার হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার
প্রকাশ: ৩০ জুন ২০২১, ১৪:৩৮ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:২৮
ছাড়া পাওয়ার ১০ দিন পর আবার হাসপাতালে ভর্তি হলেন বলিউডের কিংবদন্তিতুল্য অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্ট বোধ হওয়ায় গতকাল মঙ্গলবার তাঁকে মুম্বাইয়ের খারের পিডি হিন্দুজা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
দিলীপ কুমারের পারিবারিক বন্ধু বসির খান আজ বুধবার জানিয়েছেন, এখন দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল।
তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। বয়স বেড়ে যাওয়ায় ও স্বাস্থ্য খারাপ থাকায় পারিবারিকভাবেই তাঁকে চিকিৎসকের অধীনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বসির খান বলেন, ‘শারীরিকভাবে দিলীপ সাহেব কদিন ধরে খুব দুর্বল বোধ করছিলেন। বয়সের কথা মাথায় রেখে তাঁকে আমরা হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, করোনার এই সময়ে বাড়িতে লোকজন কম। আর সায়রা কোনো রকম ঝুঁকি নিতে চাইছিল না।’
বসির খান জানান, গতকাল থেকে দিলীপ কুমারের ফুসফুস থেকে পানি বের করার প্রক্রিয়া শুরু হয়েছে। ৩৫০ মিলিলিটার মতো পানি দিলীপ কুমারের ফুসফুস থেকে বের করা হয়েছে। চিকিৎসক নীতিন গোখলে ও জলিল পারকারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
মাসের শুরুর দিকে দিলীপ কুমারকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশ কিছু দিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁকে জলিল পারকার ও নীতিন গোখলের অধীনে চিকিৎসা দেওয়া হয়। দিতে হয়েছিল অক্সিজেনও। চিকিৎসা শেষে তাঁকে বাসায় নেওয়া হয়।
সেদিন এই বর্ষীয়ান অভিনেতার টুইটার অ্যাকাউন্ট থেকে মুখপাত্র ফায়জুল ফারুকি বলেছিলেন, ‘আপনাদের সবার ভালোবাসা, প্রার্থনা, দোয়ায় দিলীপ সাহেব হাসপাতাল থেকে বাসায় যাচ্ছেন। স্রষ্টার অসীম করুণা আর খার হিন্দুজা হাসপাতালের চিকিৎসক গোখলে, পারকার, অরুণ শাহ ও তাঁদের সমগ্র টিমের অক্লান্ত প্রয়াসে এটা সম্ভব হয়েছে।’
এই অভিনেতার বয়স ৯৮ বছর। তাঁর বার্ধক্যজনিত নানা সমস্যা আছে। এ কারণে প্রায়ই দিলীপ কুমার অসুস্থ থাকেন। গত মে মাসের শুরুর দিকেও তাঁর অসুস্থতার খবর শোনা গিয়েছিল। দুদিন হাসপাতালে ছিলেন সে সময়। এ ছাড়া তাঁকে নিয়ে এর আগে মৃত্যুর গুজবও ছড়িয়েছিল।
তাঁর স্ত্রী সায়রা বানু এক পোস্টে এসব গুজব থেকে দূরে থাকার অনুরোধ করেছেন। তিনি পোস্টে লিখেছিলেন, ‘সোশ্যাল মিডিয়ার ফরোয়ার্ড করা মেসেজ বিশ্বাস করবেন না। সাহেবের অবস্থা স্থিতিশীল। আপনাদের আন্তরিক প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের মতে, দু-তিন দিনের মধ্যে উনি ঘরে ফিরে আসবেন। ইনশা আল্লাহ।’
দিলীপ কুমারের আসল নাম ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম। ‘জোয়ার-ভাটা’, ‘আন’, ‘আজাদ’, ‘দেবদাস’, ‘আন্দাজ’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা-যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’, ‘শক্তি’, ‘সওদাগর’, ‘মশাল’সহ ৫০-এর বেশি বলিউডের ছবিতে তিনি কাজ করেছেন। তপন সিনহা পরিচালিত বাংলা ছবি ‘সাগিনা মাহাতো’তে দিলীপ কুমার অভিনয় করেছিলেন।
২০১৫ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’ পান দিলীপ কুমার। ১৯৯১ সালে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ ও ১৯৯৪ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন এ অভিনেতা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত