আনোয়ারা বেগম আর নেই 

  লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ১৭:১১ |  আপডেট  : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৫২

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি, সদর ঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ও ঢুলুগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি হাজী মো. বিল্লাল হোসেন হাওলাদারের মা হাজী আনোয়ারা বেগম(৮৫) বার্ধক্য জনিত কারনে বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-রাজিউন) তিনি ৪ ছেলে, ৪ মেয়ে সহ বহু গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। 

শুক্রবার বাদ জুম্মা উপজেলার ঢুলুগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে ঢুলূগাঁও কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মুত্যুতে যুগান্তর স্বজন সমাবেশ, ঢুলুগাওঁ আলোর হাসি সংগঠন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক জানিয়েছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত