আনন্দ পাঠশালার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে  ঈদ উপহার বিতরণ

  মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ২০:৫৬ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩

মুন্সীগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জে  সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আনন্দ পাঠশালা পরিবার।

"সহমর্মিতার ঈদ পৌঁছে যাক প্রতিটি ঘরে ঘরে" এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল ১১ টায় হাটলক্ষীগঞ্জের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ পাঠশালার উদ্যোগে হাটলক্ষীগঞ্জের সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

আনন্দ পাঠশালার সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এই সকল শিশুদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়৷ ঈদ উপহার সামগ্রী শিশুদের হাতে তুলে  দেন মুন্সীগঞ্জ পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মকবুল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটলক্ষীগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র হাজরা, ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ  শাহনাজ বেগম,হাঁটলক্ষীগঞ্জ মাদ্রাসার পরিচালক জন - নুরাইন,  আনন্দ পাঠশালার সভাপতি আরিফুল ইসলাম,  আনন্দ পাঠশালার সাধারণ সম্পাদক মৌঃ ইমরান ইসলাম রনিসহ আনন্দ পাঠশালার অন্যান্য সদস্যবৃন্দ।

উপস্থিত অতিথিবৃন্দ আনন্দ পাঠশালার তরুণদের এধরনের উদ্যোগকে স্বাগত জানান ও তাদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত