আদমদীঘি ও সান্তাহারে কোকো স্মৃতি সংসদের নতুন কমিটি

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১৮:৫৪ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৬

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর শাখার নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয় ও সাধারণ সম্পাদক এস,এম রবিউল হাসান দারুন এই দুই কমিটির অনুমোদন দেন। 

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আদমদীঘি উপজেলা কমিটিতে আতাউর রহমানকে সভাপতি ও জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া জাহিদুল ইসলামকে সিনিয়র সহসভাপতি ও সুপাউল ইসলামকে সহ-সাধারণ সম্পাদক, বুল মাহমুদ ঠান্ডুকে সাংগঠনিক সম্পাদক করা হয়। 

এদিকে সান্তাহার পৌর কমিটিতে ইকবাল হোসেনকে সভাপতি ও মোনায়ের হোসেন রকেটকে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়া আমিনুল ইসলাম কোয়েলকে সিনিয়র সহ-সভাপতি ও আব্দুল মোমেনকে সহ-সাধারণ সম্পাদক, রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত