আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১১ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৫১

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তাবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশটাকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। ঠিক সেই সময়য়ে বিএনপি জোট উন্নয়নকে বাধাগ্রস্থ্য ও নির্বাচন বানচালের অপচেষ্টায় দেশে নানা অজুহাতে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় মেতে উঠেছে। তারা যতই ষড়যন্ত্র করুক আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে দিবেনা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি। তিনি আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে দেশের নৈরাজ্য সৃষ্ঠির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। তিনি গতকাল শনিবার দুপুরে আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ চত্বরে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন। 

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড, কুদরত-ই-এলাহি কাজল, সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, হুমায়ুন কবির বাদশা, শামছুল হক খন্দকার, এরশাদুল হক টুলু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পিয়াল, মোর্শারফ হোসেন, সুমিনুল ইসলাম, প্রচার সম্পাদক জিআরএম শাহজাহান, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, মাহাবুবুর রহমান, উজ্জল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সম্পাদক জিল্লুর রহমান, শ্রমিমলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালমা বেগম চাঁপা, কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ আল হামিম, ছাত্রলীগ নেতা শাকিব, তনু, রবিন প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত