আদমদীঘির হোমিও চিকিৎসক বাবলু ডেঙ্গু জ্বরে মৃত্যু

  আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৫ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:১৪

বগুড়ার আদমদীঘিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একরামুল হক তালুকদার বাবলু (৬৮) নামের এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত রোববার(২৪সেপ্টেম্বর)রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত একরামুল হক তালুকদার বাবলু আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম সরদার পাড়া গ্রামের মৃত আয়নাল হক তালুকদারের ছেলে। এ তথ্যটি নিশ্চিত করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে একরামুল হক তালুকদার বাবলুর শরীরে হালকা জ্বর আসলে তিনি নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেন। তার পরেও সুস্থ্য না হওয়ায় গত মঙ্গলবার সকালে আদমদীঘি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ডেঙ্গু পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ পান কর্তব্যরত চিকিৎসক। দুইদিন চিকিৎসা নেওয়ার পর জ্বর না কমায় তাকে গত বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গু পরীক্ষা করে রিপোর্টে পজিটিভ আসে। এর একদিন পর  গত রোববার রাতে শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত