আদমদীঘির সাংবাদিক মিহিরের ওপর নৃশংস হামলায় নিন্দা
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১৭:৪৩ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৫
‘দ্যা ডেইলী নিউনেশন ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকায়’ কর্মরত সাংবাদিক মিহির কুমার সরকারকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বগুড়ার আদমদীঘি উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। শনিবার আদমদীঘি ও সান্তাহারে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে সাংবাদিকরা বলেন, মিহির কুমার সরকার দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ আদমদীঘি উপজেলায় সাংবাদিক হিসাবে কাজ করে যাচ্ছেন এবং সে আদমদীঘি প্রেসক্লাবের সদস্য। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার মাঝিপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সাংবাদিক মিহির কুমার সরকারকে মাথায় হাতুরী দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করায় গুরুত্ব জখম করে প্রতিপক্ষ বিভাষ সরকার ও তার লোকজন। হামলাকারীরা তাকে জানে মেরে ফেলা হবে বলে অকথ্য ভাষায় গালিগালাজও করতে থাকে। আমরা আদমদীঘি উপজেলায় কর্মরত সাংবাদিকরা জানাই অনতিবিলম্বে সন্ত্রাসী বিভাষ সরকার ও তার লোকদের আইনি পদেক্ষেপের মাধ্যমে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। এবং সাংবাদিকের ওপর এ ধরনের হামলায় তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত