আদমদীঘির সাংবাদিক মাহমুদ হোসেন ভোলা আর নেই

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ২০:৪১ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬

আলোকিত বাংলাদেশ, দ্যা ডেইলী ইন্ডাষ্ট্রি ও দৈনিক উত্তরের দর্পন পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহমুদ হোসেন ভোলা আর নেই (ইন্নালিল্লাহি---রাজিউন)। তিনি ১০জুলাই সকালে আদমদীঘিস্থ বাসায় হঠাৎ ব্রেইন স্টোক করলে বগুড়া টিএমএসএস হাসাপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টায় মৃত্যু বরন করেন। তার বয়স হয়েছিল ৫৫বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

১১জুলাই রবিবার বেলা সাড়ে ১১টায় মরহুমের গ্রামের বাড়ী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। সাংবাদিক মাহমুদ হোসেন ভোলার অকাল মৃত্যুতে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার এবং আদমদীঘি উপজেলায় কর্মরত সাংবাদিক গোলাম আম্বিয়া লুলু, হাফিজার রহমান, খায়রুল ইসলাম, হারেজুজ্জামান, মিহির কুমার সরকার, খন্দকার মেহেদী হাসান, সামছুল আলম, বেনজির রহমান, আনোয়ার হোসাইন, সাগর খান, মনছুর রহমান, মঞ্জুরুল ইসলাম, হেদায়েতুল ইসলাম উজ্জল, এহসানুল হক খান সবুর, আবু মুত্তালিব মতি সহ সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত