আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা লোকমানের ইন্তেকাল

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল) আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:৪৬ |  আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯

বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের তেতুঁলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন সাখিদার ধলু (৬৮) গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় আদমদীঘি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে নাতিনাতনীসহ বহু গুনগ্রাহি রেখে গেলেন। ওইদিন বাদ আছর তেতুঁলিয়া গ্রামের ঈদগাহ মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনকে রাষ্ট্রীয় মর্য্যাদা দেয়ার পর তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, থানার উপ পরিদর্শক তারেক রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার ও প্রেসক্লাব সভাপতি হাফিজার রহমান, সম্পাদক খন্দকার মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন, তহির উদ্দিন, আলীমুদ্দিন, আবেদ আলী, আব্দুস ছাত্তার, সোনালী ব্যাংকের কর্মকর্তা মাহফুজ রহমান, আব্দুল আলিমসহ গ্রামের শতশত মানুষ। 

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত