আদমদীঘির জাতীয় পার্টির নেতা আব্দুর রহমান আর নেই

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১৯:২৪ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩১

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাবেক সেনা সদস্য আব্দুর রহমান (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...........রাজেউন)। আব্দুর রহমান উপজেলার চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হযরত আলী ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। গত শনিবার হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে ওই দিন রাত ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নাতি, নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

রবিবার বেলা ১১ টায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার এই মৃত্যুতে আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে উপজলো জাতীয় পার্টির সভাপতি এম,এন,এইচ মিলন, সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খন্দকার, সদর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আতোয়ার হোসেন খন্দকার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভোলা, নশরতপুর ইউনিয়নের সভাপতি সুনিল সরকার, সাধারণ সম্পাদক রাজ্জাকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সমাপ্ত, কুন্দগ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, চাঁপাপুর ইউনিয়নের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুনছুর আলী, সদস্য সেকেন্দার আলী প্রাং, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, সান্তাহার পৌর সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদ আপেল মাহমুদ, সান্তাহার ইউনিয়নের সভাপতি, বাবলু হোসেন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ছাত্র সমাজের সভাপতি মোমিনুল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক শিবলী মাহমুদ প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত