আদমদীঘির ইউএনও-এসিল্যান্ড করোনায় আক্রান্ত
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১৯:৪০ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৯
বগুড়ার আদমদীঘি উপজেলার নির্বাহী অফিসার (ইউএও) শ্রাবণী রায় ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক করোনায় আক্রান্ত হয়েছেন। ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার ইউএনও’র কার্যালয় সূত্রে জানা গেছে, সহকারি কমিশনার (ভ‚মি) মাহবুবা হক কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হন। রোববার ইউএনও শ্রাবণী রায়ের করোনা পজিটিভ প্রতিবেদনটি পাওয়া যায়। বর্তমানে দু’জনই তাঁদের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আজিজুল হক জানান, গত ২৪ ঘন্টায় উপজেলায় তিন জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তিনি জানান, হাসপাতালে শুধুমাত্র এন্টিজেন টেষ্টের মাধ্যমে করোনা পরীক্ষা চলছে। নমুনা সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষা বর্তমানে বন্ধ রয়েছে। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য বদলী হওয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনূল হক জানান, অর্থ বরাদ্দ না থাকায় নমূনা সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষা কার্যক্রম এই হাসপাতালে আপাতত বন্ধ রয়েছে।
আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান বলেন, করোনার এই সংকটময় সময় করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকা দুঃখজনক। তিনি দ্রুত আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমূনা সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু করার জন্য জোর দাবী জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত