আদমদীঘিতে ৯৫ পিচ অ্যাম্পল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১৮:৫৪ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:১১
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ৯৫ পিচ নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন সহ শফিকুল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম নওগাঁ জেলার সদর উপজেলার রজাকপুর এলাকার মৃত মোজ্জাফরের ছেলে।
জানা গেছে, গত সোমবার রাত পৌনে ১২ টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এ·প্রেস ট্রেনের ‘ক’ বগিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৫ পিচ নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন সহ ওই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশের অভিযানে ৯৫ পিস অ্যাম্পুল সহ ১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাতেই রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত