আদমদীঘিতে ৮০ বছরের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১৯:৩১ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮

বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তিলোচ জয়দেপুর পাড়ার কবেজ উদ্দীন নামের (৮০) বছরের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ বুধবার বেলা ১১টায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা কুন্দগ্রাম ইউনিয়নের তিলোচ জয়দেবপুর পাড়ার মৃত মেহের আলী আকন্দের ছেলে বৃদ্ধ কবেজ উদ্দীন আকন্দ গতকাল ২৮জুলাই বুধবার ভোরে নিজ বাড়ীর ঘরের বারান্দার বাঁশের তীরে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে বেলা ১১টায় ঝুলন্ত লাশ উদ্ধারসহ সুরতহাল করে। থানার এসআই রকিব হোসেন জানায়, পরিবারের পক্ষ থেকে কোন বাদী না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 
#

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত