আদমদীঘিতে ৬৪০ জন কৃষক পেলেন প্রণোদনার বীজ-সার

  আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২২, ১৯:৫২ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:২৮

বগুড়ার আদমদীঘি উপজেলায় খরিফ-২/২০২২-২০২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ক্ষুদ্র ৭০জন কৃষক গ্রীস্মকালীন পেঁয়াজ এবং ৫৭০জন কৃষক উফশী আমন ধানের প্রণোদনার  বীজ ও সার পেলো ।সোমবার দুপুরে আদমদীঘি উপজেলা কৃষি অফিসে কৃষকদের মাঝে প্রণোদনার এসব  সামগ্রী বিতরন করা হয়। এলক্ষে  উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) মাহবুবা হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, কৃষি সম্প্রসারণ অফিসার দীপ্তি রানী, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,কৃষক প্রতিনিধি জালাল উদ্দীন শেখ সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ । প্রত্যেক কৃষককে ১ পেঁয়াজ কেজি বীজ,২০কেজি ডিএপি,২০কেজি এমওপি,১৫০বমি পলিথিন,২৫০গ্রাম নাইলন সুতলি, ২৫গ্রাম বালাইনাশক এবং উফশী আমন ধান আবাদে প্রত্যেক কৃষককে ৫কেজি উফশী বীজ,১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরন করা হয়। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত