আদমদীঘিতে ৫৪ জন গ্রাম পুলিশ পেলো বাইসাইকেল ও পোশাক
প্রকাশ: ৬ জুলাই ২০২১, ১৮:২৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৩
বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ৫৪ জন গ্রাম পুলিশ পেলো বাইসাইকেল ও পোষাক। ২০২০-২১ অর্থ বছরে আসন্ন কোরবানীর ঈদ ও দেশব্যাপী করোনার প্রার্দুভাব বাড়ায় বিভিন্ন হাট বাজার ও পাড়া মহল্লায় দুরন্তগতিতে ছুটে চলে গ্রাম পুলিশদের কর্তব্য পালনের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে বাইসাইকেল,পোষাক,লাঠি,বাঁশি সহ বিভিন্ন উপকরণ বিতরন করা হয়।
মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের ৫৪জন গ্রাম পুলিশদের মাঝে এসব উপকরণ বিতরন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন,উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্তকতা সিরাজুল ইসলাম মুন্টু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান,সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম,ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত