আদমদীঘিতে ৪টি গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ: ১০ জুলাই ২০২১, ২০:০৪ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বসত বাড়ির উঠানে চাষ করা গাঁজার গাছসহ আজিজুল ইসলাম শান্ত (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের একটি বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক শান্ত কাশিমিলা গ্রামের জবায়দুল ইসলাম সবদুলের ছেলে।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, আজিজুল ইসলাম শান্ত দীর্ঘদিন ধরে তার বসত বাড়ির উঠানে গাঁজা গাছের চাষ করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় মিলে ৪টি গাঁজা গাছ জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত