আদমদীঘিতে ২৫শ পিচ ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৩০ জুন ২০২১, ১৯:২০ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৫

বগুড়ার আদমদীঘি সান্তাহার চা-বাগান এলাকা থেকে ২৫শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই নারীকে বুধবার পুলিশ আদালতে পাঠিয়েছে। জানা যায়, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার সান্তাহার চা-বাগান এলাকার মালা বেগম (৪৫) এর বাড়িতে অভিযান চালানো হয়। 

এ সময় ওই বাড়ি থেকে বিভিন্ন জায়গায় লুকানো ২৫শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই বাড়ি থেকে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। মালা বেগম আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার বেলাল হোসেনের স্ত্রী। থানার অফিসার জালাল উদ্দিন ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত সহ আরোও এক নারীর  বিরুদ্ধে মঙ্গলবার রাতেই মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত