আদমদীঘিতে ২৫টি গৃহহীন পরিবার পেল লাল সবুজ ঘর
প্রকাশ: ২০ জুন ২০২১, ২০:১০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২২:২৪
মজিববর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (আশ্রয়ন প্রকল্প-২)এর ভার্চ্যুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলক্ষে রবিবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উদ্ধোধনী অনুষ্ঠানটির ভিডিও চিত্র প্রচার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন, বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ওসি জালাল উদ্দীন, প্রকল্প অফিসার আমির হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, মুক্তিযোদ্ধা আবির উদ্দীন, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে ২২ টি এবং কুন্দগ্রাম ইউনিয়নে ৩টি সহ মোট ২৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী দেয়া লাল সবুজের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত