আদমদীঘিতে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম উদ্বোধন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১৮:২৫ | আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:০৪
বগুড়ার আদমদীঘিতে উপজেলায় ছবি সহ হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম/২০০২২ উপলক্ষে জাতীয় পরিচয়পত্র দেয়ার জন্য নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় উপজেলা সদরের আদমদীঘি আদমিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল সহ বিভিন্ন শ্রেনী পেশার নের্তৃবৃন্দ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত ২৭ সেপ্টেম্বর থেকে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ২১ অক্টোবর থেকে ছবি তোলার কাজ শুরু হবে। গতকাল ২১অক্টোবর শুক্রবার থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আদমিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আদমদীঘি সদর ইউনিয়নে ছবি তোলার কার্যক্রম চলবে। আগামী ২৫অক্টোবর থেকে ২৮অক্টোবর পর্যন্ত সান্তাহার পৌর সভার ছবি তোলার কার্যক্রম চলবে সান্তাহার পৌর ভবনে। আগামী ২৯ অক্টোবর থেকে ৩১অক্টোবর পর্যন্ত সান্তাহার ইউনিয়নের ছবি তোলার কার্যক্রম চলবে সান্তাহার ইউনিয়ন পরিষদ ভবনে।
আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছবি তোলার কার্যক্রম চলবে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে। আগামী ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত নশরতপুর ইউনিয়নের ছবি তোলার কার্যক্রম চলবে নশরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত কুন্দগ্রাম ইউনিয়নের ছবি তোলার কার্যক্রম চলবে কুন্দগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। আগামী ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চাঁপাপুর ইউনিয়নের ছবি তোলার কার্যক্রম চলবে চাঁপাপুর ইউনিয়ন পরিষদ ভবনে। এছাড়া আগামী ১৫ নভেম্বর আদমদীঘি ইউনিয়ন,সান্তাহার ইউনিয়ন ও সান্তাহার পৌর সভার বাদ পড়া সকল ভোটারদের হালনাগাদ ছবি তোলা কার্যক্রম আদমদীঘি হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজে প্রাঙ্গনে চলবে এবং আগামী ১৬ নভেম্বর চাঁপাপুর,কুন্দগ্রাম,নশরতপুর ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাদ পড়া ভোটারদের হালনাগাদ ছবি তোলা কার্যক্রম হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ প্রাঙ্গনে চলবে। আদমদীঘি উপজেলায় বিদ্যমান মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ২৩৫জন। সম্ভাব্য ভোটার সংখ্যা ১২হাজার ৪৬৮ জন বলে উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত