আদমদীঘিতে হাত, পা বাঁধা ভ্যান চালকের লাশ উদ্ধার
প্রকাশ: ২৪ জুন ২০২১, ১৬:৫৩ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭
বগুড়ার আদমদীঘিতে হাত, পা বাধা ও গলায় দড়ির ফাঁস লাগানো এক চার্জার ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ধনতলা গ্রামের পার্শ্বে ব্রীজ সংলগ্ন জমির মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বেলতা গ্রামের সেকেন্দার ফকিরের ছেলে চার্জার ভ্যান চালক শামিম ফকির (৩২) বুধবার দুপুরে বাড়ী থেকে খাবার খেয়ে বের হয়ে আর বাড়ী ফেরেনি। পরদিন বৃহস্পতিবার সকালে পথচারীরা তার দড়ি দিয়ে হাত, পা বাধা ও গলায় ফাঁস লাগানো লাশ নশরতপুর-কড়ই রাস্তার ধনতলা জমির মাঠে দেখতে পায়। তবে তার ভ্যান ও মোবাইল পাওয়া যায়নি। পরে থানায় খবর দিলে পুলিশ ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করে। এ সময় তার পকেট থেকে কিছু টাকা ও কাগজপত্র পাওয়া যায়।
থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত