আদমদীঘিতে সাড়ে তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ১৮:৩০ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৩:৪৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ ট্রেন যাত্রী কাছে থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। শনিবার দুপরে তাদেরকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- লালমনিরহাটের অদিতমারীর উত্তর গোবদা গ্রামের ছামসুল হোসেনের জাহাঙ্গীর আলম (২৫), তার স্ত্রী শাপলা বেগম (২২) ও রংপুরের পীরগাছার অন্নদানগর গ্রামের মৃত আরফান আলীর ছেলে মজিবর রহমান (৪৪)। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনে যাত্রীবেশে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে বগুড়ার উদ্দেশ্যে আসছে। এমন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ৮ টায় ট্রেনটি সোনাতলা রেল স্টেশনে দাঁড়ালে পদ্মরাগ ট্রেনে ৭৫১০ নম্বর বগিতে অভিযান চালিয়ে যাত্রীবেশে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার স্ত্রী শাপলার বসার আসনের নিচে প্লাষ্টিকের ব্যাগে দেড় কেজি গাঁজা এবং পাশের সিটে বসা আরেক যাত্রী মজিবরের পায়ের মাঝখানে বাজার করা প্লাষ্টিকের ব্যাগে দুই কেজি গাঁজা পাওয়া যায়। তাদের গ্রেপ্তার করে সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে এসে শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত