আদমদীঘিতে সরকারি হাটের জায়গায় দখলের অপরাধে একজনের জেল জরিমানা ও চোলাই মদ খাওয়ার অপরাধে চার ব্যক্তিকে দন্ড
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৭:৫০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০১
বগুড়ার আদমদীঘিতে সরকারি হাটের জায়গা দখলের অপরাধে ভুমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে আলমগীর হোসেন নামের একজনকে দশ হাজার টাকা জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা। বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির কড়ই সরকারি হাটে ভ্রাম্যমান আদালত এই রায় দেন।
জানাযায়, আদমদীঘি উপজেলার কড়ই সরকারি হাট, কুন্দগ্রাম হাট, বিহিগ্রাম, চাঁপাপুর হাটসহ বিভিন্ন ইউনিয়নে অবস্থিত সরকারি জায়গায় হাট ও বাজার রয়েছে। এক শ্রেনির ব্যক্তি ওইসব হাট ও বাজারের সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে স্থাপনা নির্মান করে চলেছে। এমন সংবাদের ভিক্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা কড়ই হাট ও বাজারে অভিযান চালিয়ে সরকারি হাটের জায়গা অবৈধ ভাবে দখলের অভিযোগে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে ভুমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ এর ১১ ধারায় উল্লেখিত দন্ড প্রদান করেন।
আদমদীঘিতে চোলাই মদ খাওয়ার অপরাধে চার ব্যক্তিকে দন্ড
বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ খাওয়ার অপরাধে চার ব্যক্তিকে দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এ দন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের মৃত আবু বক্করের ছেলে খালেক (২৭), ঘোড়াঘাট নতুন বাজার এলাকার মৃত সুরেনের ছেলে স্বপন রায় (৫৯), বশিপুর সরদার পাড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে নিজাম প্রামানিক (৬৯) এবং নওগাঁর ডাঙ্গাপাড়া এলাকার শ্রী মনোরঞ্জনের ছেলে শ্রী নাথ (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম জানান, গতকাল বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চোলাই মদ খাওয়ার অপরাধে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে খালেক ও স্বপন রায়কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা এবং নিজাম প্রামানিক ও শ্রীনাথকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত