আদমদীঘিতে সরকারি চাল জব্দের পাঁচ দিন পর মামলা, বাতিল হচ্ছে ডিলারী

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১ | আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭

উপজেলা সদরে একশত ১৫ বস্তা খাদ্য বান্ধব কর্মসুচির সরকারি চাল ভ্রাম্যমান আদালত কর্তৃক জব্দ করার পাঁচ দিন পর মঙ্গলবার দায়ের করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের উপ খাদ্য পরিদর্শক রাকিব হাসানের দায়ের করা মামলায় খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার আব্দুস সাত্তার সরকারকে আসামী করা হয়েছে এবং তার ডিলারী বাতিল করা হচ্ছে। জানা গেছে, ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের গো-হাট জামে মসজিদ সংলগ্ন সওজের জায়গায় নির্মান করা একটি ঘর থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির একশত ১৫ বস্তা চাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ওই ঘরটি সিলগালা করা হয়। এসময় ওই ঘরে অনেকগুলো সরকারি চালের খালি বস্তাও দেখা যায়।
জানা যায়, সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির অধীনে দ্বিতীয় প্রান্তিকের নি¤œ আয়ের পরিবার প্রতি ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রয়-বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সদ্য গত আগস্ট মাসের চাল বিক্রয-বিতরণ কার্যক্রম সময় শেষ হয়ে যায় ২৮ আগস্ট। এমতাবস্থায় উপজেলা সদরের স্টেশন বাজার পয়েন্ট এলাকার ডিলার আব্দুস সাত্তার সরকার উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য নিয়ন্ত্রক না জানিয়ে ওই পরিমান চাল বিক্রয় পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ওই ঘরে মজুত করে কালোবাজারি করার উদ্দেশ্যে। ২৮ আগস্ট গোপনে খবর পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় তার জিজ্ঞাসাবাদের সময় ডিলার আব্দুস সাত্তার সরকার কোন সদুত্তর দিতে পারেনি। এর প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত ওই ঘরে মজুত একশত ১৫ বস্তা চাল জব্দ ও চাল রাখা ঘরটি সিলগালা করেন। গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে বলেন, খাদ্য চলাচল ও সংরক্ষণ আইন মোতাবেক ডিলার আব্দুস সাত্তার সরকারকে আসামী করে মামলা করা হয়েছে এবং তার ডিলারী বাতিল করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত