আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

  আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১৯:২২ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭

বগুড়ার আদমদীঘিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম আর্বিভাব তিথি জন্মাষ্টমী উৎসব বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শ্রক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ  মন্দির প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চলনায়  এক  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বি

শেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়,আদমদীঘি-দুপচাঁচিয়ার থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মনজু আরা বেগম,সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের নেতা এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা,সাবেক পুজা উদযাপন পরিষদের সভাপতি শিবেশ কুমার মৈত্র,উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল,কাজল সরকার,আনন্দ কুন্ডু,হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অরুন কুমার সরকার,পুজা উদযাপন পরিষদের নেতা ডাঃ বিপুল কুমার সরকার,রতন মুর্খাজী,রতন মুর্খাজী,অনিল গুপ্তা,কানাই দেবনাথ,ডাঃ গোপাল বর্মন, চন্দন কুন্ডু,তাপস সরকার,শ্যামল শীল,ব্যাটেল মৈত্র,উত্তম কুন্ডু,অমল পাল,উজ্জল সরকার,জগাই কুন্ডু সহ পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ। পরে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শোভাযাত্রাটি পরিসমাপ্তি ঘটে। সন্ধ্যায় রাধাগোবিন্দ মন্দিরে শ্রীকৃষ্ণ পুজা,গীতাপাঠ ও কীর্তন অনুষ্ঠিত হয়।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত