আদমদীঘিতে শিশু কন্যা ধর্ষনের চেষ্টা মামলায় প্রতিবন্ধী রবিউল গ্রেফতার

  আদদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ 

প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ১৯:৩৩ |  আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫২

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাত্র ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা মামলায় রবিউল ইসলাম বাবু নামের এক প্রতিবন্ধীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিউল ইসলাম বাবু বড়আখিড়া মন্ডলপাড়ার সাইদুর রহমানের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার সান্তাহার পোষ্ট অফিস পাড়া মহল্লার রুনা বেগমের ৬ বছরের শিশু কন্যা তার নানীর সাথে গত বৃহস্পতিবার বিকেলে মাঠে গরু নিতে যায়। সান্তাহার বাসষ্ট্যান্ড এলাকায় ওই প্রতিবন্ধীর মুদির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় শিশুটির নানীকে ডাক দিয়ে বলে আপনার নাতিকে দিয়ে আমার দোকানের মালামাল ঠিক করে নিতে হবে। এ সময় শিশু কন্যাকে রেখে তার নানী মাঠে চলে গেলে রবিউল ইসলাম ওই শিশু কন্যাকে দোকানের ভিতরে নিয়ে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে। শিশুটির চিকিৎকারে আসপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এঘটনায় শিশু কন্যার মা রুনা বেগম বাদী হয়ে গতকাল শুক্রবার থানায় একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন।   

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের ও আসামীকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত