আদমদীঘিতে রোলালের চাপায় পৃষ্ট হয়ে প্রাণ গেল মহিলার
প্রকাশ: ১৪ জুন ২০২২, ২০:১১ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২১:০০
অসুস্থ খালাকে দেখকে বাড়ি ফেরার পথে বগুড়ার আদমদীঘিতে রোলালের চাপায় পৃষ্ট হয়ে বেনু বিবি (৫২) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার আদমদীঘি-আবাদপুকুর রাস্তার কুসুম্বী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বেনু বিবি পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দিনের স্ত্রী।
প্রত্য¶দর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দীন ও তার স্ত্রী বেনু বিবি মোটরসাইকেল যোগে সকালে বেনুর অসুস্থ্য খালা আদমদীঘি উপজেলার করজবাড়ী গ্রামে দেখতে যায়। অসুস্থ খালাকো দেখে বাড়ীতে ফেরার পথে কুসুম্বী বাজার এলাকায় পৌছলে সড়কের সংস্কার কাজের রোলার দেখে নিহতের স্বামী তছির উদ্দীন মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রন করতে ব্রেক চাপলে বেনু বিবি মোটরসাইকেল হতে ছিটকে পড়ে রোলারের নিচে চাপা পড়ে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
আদমদীঘির থানার ওসি জালাল উদ্দীন বলেন, ঘটনাস্থল আদমদীঘি নিহত বেনুর বাড়ী আদমদীঘির পাশ্ববতী রাণীনগরের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌছার আগেই তরিঘড়ি করে লাশ নিয়ে গেছে নিহতের পরিবার। এঘটনায় আদমদীঘি থানায় কোন অভিযোগ বা ইউডি মামলা হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত