আদমদীঘিতে রেল লাইনে হাঁটতে গিয়ে নারীর মৃত্যু
প্রকাশ: ১৫ মে ২০২২, ১৬:৩৫ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১১:০২
বগুড়ার আদমদীঘিতে রেল লাইনে হাঁটতে গিয়ে শেফালী (৪৮) নামের এক নারী চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। সান্তাহার-বোনারপাড়া রেল লাইনে বগুড়ার আদমদীঘিতে রোববার ভোর ৬টার দিকে আদমদীঘি স্টেশনের পশ্চিমে এ ঘটনা ঘটে। নিহত নারীর পরনে প্রিন্টের শাড়ি, গোলাপি ব্লাউজ ও হাতে শপিং ব্যাগ ছিল। শপিং ব্যাগের ভেতর একটি শাড়ি ও পেটিকোট পাওয়া যায়। তৎ¶ণিকভাবে ওই নারীর পরিচয় জানা সম্ভব হয় নাই। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী সিআইডি কে খবর দিলে রাজশাহী থেকে সিআইডির একটি টিম এসে লাশের ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে পরিচয় শনাক্ত করে। নিহত শেফালীর বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট থানার মোমাম্মদপুর এলাকার আফাজ উদ্দিনের মেয়ে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বলেন, খবর পেয়ে সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত