আদমদীঘিতে রাস্ট্র কাঠামো মেরামতের দাবী সম্মলিত সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৪৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:১৩
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপনের লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্মলিত বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে আদমদীঘি সদরে উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে এই লিফলেট বিতরণ করা হয়।
কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে আদমদীঘি সদরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুক্তার হোসেন, বগুড়া জেলা সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর সেচ্ছাসেবক দলের সভাপতি শাওন ইসলাম, সাধারণ সম্পাদক হোসেন আলী, জেলা সেচ্ছাসেবক দল নেতা শিপন, সেতু, আসিফ, সুমন, আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত