আদমদীঘিতে মাদকসহ গ্রেপ্তার এক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১৮:১১ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০৮
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে সান্তাহার শহর পুলিশ। গতকাল বুধবার সান্তাহার পৌর শহরের কলসা সোনার পাড়া মসজিদের সামনে থেকে ৪ গ্রাম হেরোইনসহ চুন্নু মিয়া (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চুন্নু মিয়া উপজলোর সান্তাহার পৌর শহরের কলসা হলুদঘর এলাকার মৃত আনোয়ার উদ্দিনের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদরে ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে হেরোইন সহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ওই দিন দুপুরে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়রে করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত