আদমদীঘিতে মরহুম সাংবাদিক ভোলার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১৮:০১ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৪:১১

আলোকিত বাংলাদেশ ও দৈনিক উত্তরের দর্পন পত্রিকার বগুড়ার আদমদীঘি উপজেলা প্রতিনিধি ও থানা নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা মাহমুদ হোসেন ভোলার রুহেুর মাগফিরাত কামনা করে স্থানীয় সাংবাদিক ও থানা নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে পৃথক পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বাদ জুম্মায় সাংবাদিকদের উদ্যোগে আদমদীঘি উপজেলা সদরের বাবা আদম (রহঃ) জামে মসজিদ, বাসষ্ট্যান্ড জামে মসজিদ, উপজেলা প্রশাসন জামে মসজিদ ও গোহাট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়ার আদমদীঘি থানা নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে বাদ আছর সংগঠনের কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন,সংগঠনের উপদেষ্টা ও ইউনিয়ন আঃলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহেদুজ্জামান,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,সংগঠনের সভাপতি ফিরোজ আহম্মেদ,সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য, সাংবাদিক মাহমুদ হোসেন ভোলা গত ১০ জুলাই সকালে আদমদীঘিস্থ বাসায় ব্রেইন স্টোক করলে বগুড়া টিএমএসএস হাসাপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টায় মৃত্যু বরন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত